Type to search

অভয়নগরে অনুমোদন নাথাকায় ডেপুটি সিভিল সার্জনের অভিযানে চারটি প্রতিষ্ঠানে সীলগালা

অভয়নগর

অভয়নগরে অনুমোদন নাথাকায় ডেপুটি সিভিল সার্জনের অভিযানে চারটি প্রতিষ্ঠানে সীলগালা

নওয়াপাড়া অফিস:
অনুমোদন নাথাকায় অভয়নগর উপজেলার দুটি ক্লিনিক ও দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সীলগালা করলেন যশোরের ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাজমুল সাদিক রাসেল । বৃহস্পতিবার সকালে তিনি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থিত ল্যাভ ওয়েব ডায়গনোস্টিক সেন্টার, আব্দুল মুকিত বিশ^াস প্রাঃ ক্লিনিক,ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার ও সার্জিকাল চক্ষু হাসপাতালে এ অভিযান চালান।
অভিযান পরিচালনাকারি ডেপুটি সিভিল সার্জন জানান, উপরি মহলের নির্দেশ মোতাবেক অভিযান চলানো হচ্ছে। অভয়নগরে দুটি ক্লিনিক ও দুটি ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না থাকায় বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ করা প্রতিষ্ঠানের মধ্যে ল্যাভ ওয়েব ডায়গনোস্টিক সেন্টারে শুধু এক্সরে অনুমোদন আছে কিন্তু তা নবায়ন নেই তাছাড়া প্যাথলজির কোন অনুমোদনই নেই, আব্দুল মুকিত বিশ^াস প্রাঃ ক্লিনিকের কোন অনুমোদন দেওয়া হয়নি,ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের কোন প্রকার বৈধ কাগজপত্র নেই,সার্জিক্যাল চক্ষু হাসপাতালের কোন অনুমোদন নেই এবং এ প্রতিষ্ঠান অনুমোদন পাওয়ার জন্য কোন আবেদন ও করেনি, এসব কারনে প্রতিষ্ঠান গুলো বন্ধ করা হয়েছে। অভিযান চলাকালিন অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ, প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, অভয়নগর থানা পুলিশের এস আই ইসরাফিল আহমেদ শামীম ও সঙ্গীয় ফোর্স প্রমুখ।