Type to search

নড়াইলের রায়গ্রামে বিশাল মতুয়া মহাউৎসব ও আলোচনাসভা অনুষ্ঠিত

নড়াইল

নড়াইলের রায়গ্রামে বিশাল মতুয়া মহাউৎসব ও আলোচনাসভা অনুষ্ঠিত

উজ্জ্বল রায়,  নড়াইল জেলা প্রতিনিধি //
অসীম পালের মাতা নেভা রাণী পালের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
নড়াইলের রায়গ্রামে মতুয়া মহাউৎসব ও আলোচনাসভা অনুষ্ঠিত
মতুয়া মিশনের নড়াইল জেলা সেক্রেটারি অসীম পালের মাতা
নেভা রাণী পালের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার লোহাগড়া উপজেলার
নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে মতুয়া মহাউৎসব ও আলোচনাসভা অনুষ্ঠিত
হয়েছে।শুক্রবার বিকেলে অসীম পালের বাসভবনে অনুষ্ঠিত মতুয়া মহাউৎসব ও
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের
সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান
নিলু।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
এসএম আসিফুর রহমান বাপ্পী।
এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মতুয়া মহাউৎসব ও
আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নড়াইল জেলা মতুয়া  মিশনের
সাধারন সম্পাদক বিশিষ্ট মতুয়া সংগঠক অসীম কুমার পাল, জেলা সহ-সভাপতি অলোক
পান্ডে,মতুয়া মিশন নড়াইল পৌর কমিটির সভাপতি বিজন বিশ্বাসসহ মতুয়া মিশনের
বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে সকাল থেকে নড়াইলসহ আশোপাশের জেলা থেকে
মতুয়া দল রায়গ্রামে অসীম পালের বাড়িতে আসতে থাকে।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু তার বক্তৃতায় বলেন, সব ধর্ম-বর্ণের লোক শান্তিতে বসবাস করছে। মতুয়া সম্প্রদায়সহ সনাতন
ধর্মালম্বীদের বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকার সহযোগিতা প্রদান করে
আসছে।
নড়াইল জেলা মতুয়া মিশনের সাধারন সম্পাদক অসীম কুমার পাল বলেন,হিন্দু
সমাজের বড় অংশীদার হচ্ছে মতুয়া সম্প্রদায়। মতুয়ারা সমাজে সবসময় শান্তির
বার্তা বহন করে চলে।প্রকৃত মতুয়া সমাজে কখনো অশান্তি সৃষ্টি করে না।তিনি
মতুয়াদের সবসময় ঐক্যবদ্ধ থেকে সামাজিক উন্নয়নে এবং ভালো কাজে অংশীদার হতে
সকলের প্রতি আহবান জানান।