Type to search

২৩৬ কোটি টাকা পাচার, এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান-এমডিসহ আসামি ২৩

অন্যান্য

২৩৬ কোটি টাকা পাচার, এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান-এমডিসহ আসামি ২৩

অপরাজেয় বাংলা ডেক্স

অফশোর ব্যাংকিংয়ের নামে ২৩৬ কোটি টাকা তিনদেশে পাচার করার অভিযোগে এবি ব্যাংকের ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম বাদি হয়ে মোট তিনটি মামলা দায়ের করেন। এতে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ওয়াহিদুল হক ও সাবেক এমডি শামীম আহমেদ চৌধুরী এবং পরিচালনা পর্ষদ ও ক্রেডিট কমিটির কয়েকজন সদস্যকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে আসামিরা অফশোর ব্যাংকিংয়ের নামে এই টাকা ব্যাংক থেকে আত্মসাৎ করে। এরপর ডলারের মাধ্যমে তা দুবাই, সিঙ্গাপুর ও আমেরিকা পাচার করা হয়। দুদকের দীর্ঘ অনুসন্ধানে এ বিষয়টির সত্যতা মিলেছে।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন: ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, সাবেক এমডি শামীম আহমেদ চৌধুরী, সাবেক ডিএমডি মশিউর রহমান চৌধুরী এবং সাজ্জাদ হোসেন। এছাড়াও আসামি করা হয়েছে সাবেক পরিচালক এমএ আউয়াল, ফাহিম উল হক, ড. মো. ইমতিয়াজ হোসেনসহ মোট ২৩ জনকে।

সূত্র, DBC বাংলা