Type to search

সাহেদকে সাতক্ষীরা আদালতে নেয়া হচ্ছে আজ

খুলনা জাতীয়

সাহেদকে সাতক্ষীরা আদালতে নেয়া হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদকঃ  অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড শেষে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে সাতক্ষীরা আদালতে নেয়া হচ্ছে।

সকালে খুলনা কার্যালয় থেকে তাকে নিয়ে সাতক্ষীরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশে রওনা হয় র‌্যাব।

গত ২৩শে জুলাই সাতক্ষীরার ভার্চুয়াল আদালতে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে গত ২৬শে জুলাই তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে, করোনার ভুয়া রিপোর্ট দেয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে গত ১৫ই জুলাই লাবণ্যবতী নদীর ব্রেইলি ব্রিজের নিচ থেকে বোরখা পরা অবস্থায় সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।

Tags: