সরকার ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করছে শাহীন চাকলাদার
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকে –
যশোর-৬ কেশবপুর আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদারের সাথে বাংলদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখা ও দলিত মঞ্চ নের্তৃবৃন্দের মতবিনিম সভা শনিবার সন্ধ্যায় কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল সরকরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর আসনের আওয়ামী লীগের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খয়রত হোসেন, সহ সভাপতি গোলাম মোস্তফা, বাংলদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহিত কুমার নাথ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন, সহ সভাপতি ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক যোগেশ দত্ত, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেবেন ভাষ্কর, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, যশোর, বাংলদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাষ্টার সুকুমার সাহা, সহ সভাপতি দুলাল চন্দ্র সাহা, দলিত মঞ্চের চেয়ারম্যান স্যামুয়েল দাস, পূজা পরিষদ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, সুকান্ত বাবু, হরেন্দ্র নাথ সরকার, কার্তিক রায়, প্রভাষক অসীম ভট্টচার্য্য, সুজিত কুন্ডু, প্রদ্যত্ত বিশ্বাস প্রমুখ। প্রধান অতিথি শাহীন চাকলাদার বলেন, ১৯৭১ সালে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সবার। সব ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। আওয়ামী লীগ ধর্মবর্ণ নির্বিশেষে সব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করছে। শেখ হাসিনার সরকার হচ্ছে গণমানুষের সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশে উন্নয়ন অব্যাহত আছে।