Type to search

শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাত নড়াইলে

জাতীয়

শিশু শান্তি পুরস্কারপ্রাপ্ত সাদাত নড়াইলে

অপরাজেয় বাংলা ডেক্স : সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিয়ে কাজ করে ‘শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে ভূষিত কিশোর সাদাত রহমান নড়াইলে ফিরেছেন।
শনিবার বেলা ১১টায় তিনি নড়াইলে পৌঁছান। সাদাত রহমান প্রথমে নড়াইল প্রেসক্লাবে আসেন। প্রেসক্লাবের পৌঁছানোর পর সাদাতকে নড়াইল প্রেসক্লাব ও নড়াইল আবদুল হাই সিটি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়।
উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলুসহ সদস্যরা। উপস্থিত ছিলেন সাদাতের বাবা শাখায়াৎ হোসেন, মা মোসাম্মৎ মলিনা বেগম, আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, কলেজের শিক্ষকসহ সাদাতের বন্ধুরা।
অনুভূতি ব্যক্তকালে সাদাত বলে, ৪২টি দেশের ১৪২ জন শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম হয়ে দেশের সম্মান বয়ে আনতে পেরে ভীষণ ভাল লাগছে। পুরস্কারের সমুদয় অর্থ দেশে শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যয় করা হবে। আগামীতে আরো ভাল কিছু করার ইচ্ছা রয়েছে। সে সবার দোয়া প্রত্যাশা করে।

সূত্র,  সুবর্ণভূমি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *