জাহিদ আবেদীন বাবু, কেশবপুর( যশোর) থেকে:
করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে স্বাস্থবিধি মেনে সংসদীয় আসন ৯০, যশোর -৬ কেশবপুর আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিত ছিল লক্ষ্যনীয়। সকাল ৯ টা থেকে বিকেল ৫ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে সংসদীয় আসন ৯০, যশোর -৬ কেশবপুর আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকালে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিত ছিল লক্ষ্যনীয়। এ কেন্দ্রে প্রথম দু’ঘন্টায় প্রায় ৩ শতাধিক ভোটার ভোট প্রদান করেছেন। প্রিজাইডিং অফিসার আব্দুর জব্বার জানান, এ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রথম দু’ঘন্টায় ৩ শতাধিক ভোটার ভোট প্রদান করেছেন। কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার অজিত মুখার্জি জানান, তার কেন্দ্রে প্রথম দু’ঘন্টায় ৫ শতাধিক ভোটার ভোট প্রদান করেছেন।
এদিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেনসহ আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি পল্লী উন্নয়ন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রসহ