Type to search

কুষ্টিয়ায় জাতীয় কৃষক সমিতি ও ক্ষেতমজুর ইউনিয়নের মানববন্ধন

জাতীয়

কুষ্টিয়ায় জাতীয় কৃষক সমিতি ও ক্ষেতমজুর ইউনিয়নের মানববন্ধন

আবীর হাসান স্বাধীন, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ঃ আজ ২৪ আগস্ট সোমবার সকাল ১১টায় উপরোক্ত দাবি আদায়ের লক্ষে সারাদেশের ৬৪ জেলার মধ্যে কুষ্টিয়া জেলাতে জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন স্থানীয় চাররাস্তা বকচত্তরে কৃষক – খেতমজুর সমাবেশ সংগঠিত করে। কৃষক নেতা জহুরুল ইসলাম দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য কৃষক সমিতির জেলা সভাপতি এসরারুল হক, খেত মজুর নেতা আব্দুল হক, কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা কমরেড ফজলুল হক বুলবুল ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য কমরেড হাফিজ সরকার।

কমরেড হাফিজ সরকার বলেন, “করোনার পাশাপাশি আপ্পান এবং বন্যার আক্রমনে কৃষি-কৃষক ও খেতমজুরদের জীবনে নেমে এসেছে ভয়াবহ দুরাবস্থা। কৃষি বিত্তিক শিল্পের মুল খুঁটি ২৫টি পাটকল করোনাকালে বন্ধ ঘোষণা করায় দেশের ৬০লক্ষ পাট চাষি মহাবিপদে পড়েছে। তিনদফা বন্যা বন্যায় দেশের ৩৪ জেলার চরাঞ্চলের ৫০লাক মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। চরাঞ্চলের কৃষক-খেতমজুর মানুষের হাতে এখন কাজ নেই, ক্ষেতে নেই ফসল। কাজের অভাবে, খাদ্যাভাবে দিশেহারা খেতমজুর, মধ্যবিত্ত, গরিব, প্রান্তিক, বর্গাচাষি কৃষক এবং জেলেরা। ‘কৃষির হিডেন ডায়মন্ড ‘ নামে পরিচিত বাংলাদেশের এক মিলিয়ন চরাঞ্চল ভবিষ্যৎ বাংলাদেশের ‘খাদ্যের আঁধার’। কৃষির পাশাপাশি গ্রামের বেকার ছাত্র-যুবসহ আসংখ্য উদ্যোক্তা পোল্ট্রি শিল্প গড়ে তুলেছে। সবমিলে ৫০ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে এই খাতে। দেশে আছে ৪ লাখের-ও বেশি ডেইরি ফার্ম। আছে লাখ লাখ মাছের খামার ও নার্সারি। করোনা মহামারির এই দুর্যোগে কৃষি-কৃষক ও কৃষি সংস্লিষ্ট খাতগুলোকে বাঁচিয়ে রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় কৃষক সমিতি ও বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন ঘোষিত ১৫ দফা মেনে নিয়ে, কৃষক- খেতমজুরদের বাঁচিয়ে, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানাচ্ছি। “

Tags:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *