মানিকগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। উপজেলার বাস্তা এলাকার সিংগাইর-হেমায়েতপুর সড়কে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, সদর উপজেলার মিতরা আইরমাড়া গ্রামের আছালত খানের ছেলে আশরাফ খান ও মাগুরার শ্রীপুর উপজেলার বরতলা গ্রামের রিকশাচালক আবদুল জলিলের শিশু সন্তান আবদুল্লাহ। তাদের মধ্যে আশরাফ আলী মোটরসাইকেলের চালক ও আবদুল্লাহ পিকআপের যাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল্লাহর বাবা আবদুল জলিল সাভারের ব্যাংকটাউন এলাকায় ভাড়া থাকেন। তিনি মাগুরা থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে একটি পিকআপে করে সাভারে ফিরছিলেন। বিপরীত দিক থেকে আশরাফ আলী খান তাঁর একটি দোকানের কর্মচারীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। এর মধ্যেই সিংগাইরের বাস্তা এলাকায় ওই পিকআপ ও মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি সড়কের দক্ষিণ পাশের খালে পড়ে যায়।
এ সময় পিকআপে থাকা জলিলের পরিবারের পাঁচ সদস্য এবং পিকআপের চালক ও তাঁর সহকারী বেঁচে গেলেও শিশু আবদুল্লাহ নিখোঁজ হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টার পর আবদুল্লাহর মরদেহ উদ্ধার করে।
এর মধ্যেই আহত অবস্থায় আশরাফ আলীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশরাফ আলীর দোকানের কর্মচারীকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।
এ দুর্ঘটনার পর গতকাল রাতেই সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।