Type to search

কেশবপুরে লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১১ ব্যক্তিকে জরিমানা

কেশবপুর

কেশবপুরে লকডাউনের প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১১ ব্যক্তিকে জরিমানা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে। যশোরের কেশবপুর পৌর শহরে লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা না মানায় ভ্রাম্যমাণ আদালত ১১ ব্যক্তিকে জরিমানা করেছে । সোমবার সকালে নিয়ম বহির্ভুতভাবে দোকানপাট খোলা রাখায় ১০ ব্যক্তিকে ও এক পরিবহন চালককে ৪ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা পৃথক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, কেশবপুর শহরের বিভিন্ন স্থানে লকডাউনের প্রথম দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন ৪ দোকানদারকে ২ হাজার টাকা এবং এক পরিবহন চালককে ১ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ৬ দোকানদারকে ১ হাজার ৯শ টাকা জরিমানা করেন।