Type to search

কেশবপুরে ইলেকট্রনিক্সের দোকানের ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি। আটক-১

যশোর

কেশবপুরে ইলেকট্রনিক্সের দোকানের ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি। আটক-১

জাহিদ আবেদীন বাবু,

কেশবপুর (যশোর) থেকে ।
যশোরের কেশবপুর উপজেলার ভান্ডারখোলা বাজারের একটি ইলেকট্রনিক্সের দোকানে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ ওই বাজারের এক নাইট গার্ডকে আটক করেছে।

জানা গেছে, উপজেলার মোমিনপুর গ্রামের শামছুর রহমানের ছেলে জিল্লুর রহমান ভান্ডারখোলা বাজারে মেসার্স লিজা মোবাইল এন্ড ইলেকট্রনিক্স নামের একটি দোকান করে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করে আসছেন। গত ২৯ জুন রাতে প্রতিদিনের ন্যায় তিনি দোকানের শার্টারের তালা লাগিয়ে বাড়িতে চলে যান। তিনি ৩০ জুন সকালে গিয়ে দেখেন দোকানের শার্টারের তালা কাটা। দোকানের ভেতরে ঢুকে দেখেন ক্যাশ বাক্সের তালা ভেঙ্গে নগদ ২ লাখ ৪ হাজার ২’শত টাকা, ২০৮টি টার্স মোবাইল ফোন, ৬টি পাওয়ার ব্যান্ডসহ সর্বমোট ৫ লাখ ৪৬ হাজার ৭’শত টাকার বিভিন্ন মালামাল চোরেরা চুরি করে নিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি বাজার কমিটির সভাপতি ও বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনকে অবহিত করেন। এ সময় বাজার কমিটির সভাপতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সালিসি বৈঠকে বসেন। সালিসে  জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাজারের নাইটগার্ড আব্দুস সাত্তার স্বীকার করেন তার সহযোগি সাজ্জাত হোসেনসহ অজ্ঞাত ২ জন যোগসাজসে এ চুরির ঘটনা ঘটেছে। এরপর নাইটগার্ড আব্দুস সাত্তারকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার উপপরিদর্শক ওয়াসিম আকরাম বলেন, এ ঘটনায় থানায় ২ জনকে আসামী করে মামলা করা হয়েছে। আটক নাইটগার্ড আব্দুস সাত্তারকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  ##