Type to search

কেশবপুরে বাল্য বিবাহের দায়ে`   ভ্রাম্যমাণ আদালতে  ১০ হাজার টাকা জরিমানা

খুলনা

কেশবপুরে বাল্য বিবাহের দায়ে`   ভ্রাম্যমাণ আদালতে  ১০ হাজার টাকা জরিমানা

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে ।

যশোরের কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানার হস্তক্ষেপে একটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে।  ভ্রাম্যমান আদালতে বরপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কেদারপুর গ্রামের আনিছুর রহমান তার ১৭ বছর বয়সের কন্যার সাথে খুলনার বাসিন্দা সাউথইস্ট ব্যাংকের কর্মকর্তা মকবুল হোসেন (৪০)এর বিবাহের প্রস্তুতি চলছিল।  এ খবর জানতে পেরে আইন শৃংখলা বাহিনী নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট ইরুফা সুলতানা ঘটনাস্থলে উপস্থিত বল্যবিবাহের খবরের সত্যতা পান। এসময় তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ আইন ২০১৭ এর ০৬ ধারা মোতাবেক ছেলে পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা ও এরকম কাজ করবে না মর্মে উভয় পক্ষের মুচলেকা গ্রহণ করেন।