Type to search

কুষ্টিয়ায় চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান দবিরসহ চারজনের বিরুদ্ধে সমন জারি

জাতীয়

কুষ্টিয়ায় চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান দবিরসহ চারজনের বিরুদ্ধে সমন জারি

আবীর হাসান স্বাধীন, কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধিঃ চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাসসহ চারজনের বিরুদ্ধে সমন জারি হয়েছে। কুষ্টিয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন এই সমন জারি করেছেন। আসামীরা হলেন গোস্বামী দূর্গাপুর ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন বিশ্বাস, ওয়ার্ড সদস্য মাগুরা গ্রামের মারেফুল ইসলাম, ডিলার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হকের ভাই মোঃ মিন্টু ও আলিউল আজিম ওরফে ছোট লাল্টু। তাদের আগামী ২৭ আগষ্ট আদালতে হাজির হতে বলা হয়েছে। আদালত সুত্রে জানা গেছে, ৬০০ টন চাল আত্মসাতের ঘটনায় গত ১৯ এপ্রিল কুষ্টিয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্তের দায়িত্ব দেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। তদন্ত কর্মকর্তা গত ২ জুন আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। ৮ জুন বিষয়টির শুনানির কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাসের কারনে আদালত ছুটি হওয়ায় বিষয়টি এক প্রকার চাপা পড়ে যায়। সম্প্রতি আদালত সমনের আদেশ দেওয়ায় বিষয়টি আবার জনসম্মুখে এসেছে। এদিকে ই বি থানার ওসি মোস্তাফিজুর রহমান সুমন গত বুধবার এই মামলার ১৬ জন স্বাক্ষীকে নোটিশ দিয়েছেন। নোটিশে তিনি আজ শনিবার সকাল ১০টায় স্বাক্ষীদের ই বি থানায় উপস্থিত হতে বলেছেন। পুলিশ বাড়ী বাড়ী যেয়ে নোটিশ দেওয়ায় স্বাক্ষীদের মধ্যে এক প্রকার ভয়ভীতি তৈরি হয়েছে। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক জয়েন্ট সেক্রেটারি জিয়া রুল ইসলাম মিন্টু বলেন, কার্ডধারীরা চাল পাচ্ছে না। তিনি আরো জানান, ডিলাররা কার্ডধারীদের চাউল না দিয়ে আত্মসাত করেন। আদালতের মামলা নং ১৯০/১। ইতোপূর্বে ই বি থানার ওসি তদন্ত করতে আসলে স্বাক্ষীরা চাল পাচ্ছেন না বলেছেন। আবারও তদন্ত করবেন ই বি ওসি। আজ শনিবার সকাল ১০ টায় সাক্ষীরা হাজির হয়ে ইবি থানায় তাদের সাক্ষ্য প্রদান করেন। ইউনিয়নে দলের মধ্য চোর থাকায় দল ও সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে

Tags: