Type to search

অভয়নগরে সিরিজ তালের চারা রোপণ

অভয়নগর

অভয়নগরে সিরিজ তালের চারা রোপণ

অভয়নগর প্রতিনিধি-
গতকাল জাগ্রত নাগরিক কমিটি,অভয়নগর শাখার উদ্যোগে নওয়াপাড়ার সাউদার্ন ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে সিরিজ তালের চারা রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ আলম,সাউদার্ন ইংলিশ স্কুলের প্রিন্সিপাল মো: মাহবুব হোসেন,দুপ্রক সা: সম্পাদক সুনীল দাসসহ অভিভাবক,ছাত্রছাত্রী ও জানাক সদস্যবৃন্দ।