Type to search

অভয়নগরে শাহাদত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

অভয়নগর

অভয়নগরে শাহাদত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার -নওয়াপাড়ায় শাহাদত হোসেন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় নওয়াপাড়া ইনিস্টিটিউট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। নওয়াপাড়া ইনিস্টিটিউটের আয়োজনে ও নওয়াপাড়া পৌরসভার পৃষ্টপোষকতায় উদ্বোধনী সভার সভাপতিত্ব করেন, নওয়াপাড়া ইনিস্টিটিউটের সভাপতি আ’লীগনেতা শিবু প্রসাদ সাহা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম, ইনিস্টিটিউটের সাবেক সহ-সভাপতি ও নওয়াপাড়া পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার। নওয়াপাড়া ইনিস্টিটিউটের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জি এম মনি’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সানা আব্দুল মান্নান, ইনিস্টিটিউটের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য লাইলা খাতুন, ইনিস্টিটিউটের যুগ্ম সম্পাদক এমদাদুল হক ইমু, আজীবন সদস্য আনিসুর রহমান মিন্টু প্রমূখ।