Type to search

চিত্র নায়িকা শাবানা উপনির্বাচনে স্বামীর পক্ষে গণসংযোগে ব্যস্ত

যশোর

চিত্র নায়িকা শাবানা উপনির্বাচনে স্বামীর পক্ষে গণসংযোগে ব্যস্ত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর(যশোর) থেকে ঃ
জাতীয় সংসদের যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভ‚মি কেশবপুরের সাগরদাঁড়ি থেকে স্বামী চিত্র প্রযোজক এ. কে. এস. ওয়াহিদ সাদিকের পক্ষে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন চিত্র নায়িকা শাবানা। এ উপলক্ষে সোমবার সকালে সাগরদাঁড়ির মধুমঞ্চের পাশে আওয়ামীলীগ নেতা মনিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, মনোনয়ন প্রত্যাশী চিত্র প্রযোজক এ. কে. এস. ওয়াহিদ সাদিক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, চিত্র নায়িকা শাবানা, সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবদুল হালিম, স্থানীয় আওয়ামীলীগ নেতা পার্থ স্বারথি রায় লেবু প্রমুখ। এলাকাবাসীর উদ্দেশ্যে ওয়াহিদ সাদিক বলেন, তিনি জাতীয় সংসদের যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। আওয়ামীলীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হলে তিনি নির্বাচন করবেন। এরপর তিনি ত্রিমোহিনী ও সাতবাড়িয়া ইউনিয়নে পৃথক পৃথক সমাবেশে বক্তৃতা করেন। চিত্র নায়িকা শাবানার আগমনের খবর পেয়ে প্রতিটি সমাবেশে নারী পুরুষসহ যুবসমাজের উপস্থিতি ছিল লক্ষনীয়। বিকেলে শাবানা-ওয়াহিদ সাদিক দম্পত্তি কেশবপুর শহরের প্রধান সড়কের দু’পাশের ব্যবসায়ীসহ সকল মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।
অপর মনোনয়ন প্রত্যাশী যশোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদারের পক্ষে ছাত্রলীগের উদ্যোগে কেশবপুর শহরে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।