Type to search

অভয়নগরে র‌-বের অভিযানে ককটেল ও মাদক দ্রব্যসহ ২ জন গ্রেফতার

অভয়নগর

অভয়নগরে র‌-বের অভিযানে ককটেল ও মাদক দ্রব্যসহ ২ জন গ্রেফতার

 

 

স্টাফ রিপোটার- মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ‌র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার লেঃ এম মাহামুদুর রহমান মোল্লা (এস),বিএন ও সহকারী পুলিশ সুপার সোহেল পারভেজ এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর জেলার অভয়নগর থানাধীন নওয়াপাড়া মডেল কলেজ রোডস্থ ধৃত আসামী তরিকুল ইসলাম এর পশ্চিম ভিটিতে টিনসেট বিল্ডিং এর সামনের বারান্দায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মিজানুর রহমান (২৬), পিতাঃ মৃত শাহ্ আলম খন্দকার, ২। মোঃ তরিকুল ইসলাম (২৮), পিতাঃ মৃত বারেক শেখ, উভয় সাং-সরদারপাড়া মডেল কলেজ মোড়, ০৪ নং ওয়াড, থানাঃ অভয়নগর, জেলাঃ যশোরদ্বয়কে (ক) ০১ টি বাজারের ব্যাগের ভিতরে রক্ষিত হাত বোমা সাদৃশ্য ককটেল  ০৪ (চার) টি, (খ) ০১ (এক) টি সাদা পলিথিন প্যাকেটের মধ্যে রক্ষিত ১০৮ (একশত আট) পিস ইয়াবা ট্যাবলেট, (গ) ০১ (এক) টি  সবুজ রংয়ের কাঁচা তাজা গাঁজার গাছ যাহা টুকরা করে প্লাস্টিকের রশী দিয়ে বাঁধা বাজারের ব্যাগের ভিতরে রক্ষিত ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজার গাছসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতেপ্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত গোপনে বোমা ও মাদক ব্যবসার সাথে জড়িত। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে  বোমা ও মাদক ব্যবসা করিতেছে। ধৃত আসামীদ্বয় ও সহযোগীদেরকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত আছে।যশোর জেলার অভয়নগর থানায় আসামীদ্বয় ও জব্দকৃত মালামালসহ হস্তান্তর এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন এর ৪ ধারা তৎসহ ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১০ (ক) ও ১৯ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন । অভিযানে ককটেল ও মাদক দ্রব্যসহ ০২ জন আসামী গ্রেফতার।

খবর বিজ্ঞপ্তির