Type to search

মৎস্য ঘেরের পাড়ে টমেটো চাষ করে সাবলম্বী হওয়ার পথে চাষী মোস্তফা

অভয়নগর

মৎস্য ঘেরের পাড়ে টমেটো চাষ করে সাবলম্বী হওয়ার পথে চাষী মোস্তফা

শামছুজ্জামান মন্টু, :
মৎস্য ঘেরের পাড়ে টমেটো চাষ করে সাবলম্বী হওয়ার পথে চাষী মোস্তফা। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার মনোহরপুর

১নং ওয়ার্ডের বাসিন্দা। মোস্তফা গাজী গড়ে তুলেছেন মৎস্য ঘেরের পাড়ে একটি টমেটো চাষের প্রকল্প। এই টমেটো জাতটির নাম হলো মিন্টু সুপার। প্রকল্পে টমেটোর চারা ২৫-২৬ শতাধিক রোপন করেন। ভাদ্র মাসের প্রথম সপ্তাহে চারাগুলি রোপন করেন। এসময় মোস্তফা গাজী টমেটো চাষে আগ্রহী হন যে কারণে সল্প খরচে খুব কম সময়ে লাভবান হওয়া যায়। এতে প্রতিদিন ৫-৬ জন শ্রমিক এই টমেটো প্রকল্পে পরিচর্যার কাজে নিয়োজিত রয়েছে। প্রায় দুই মাস যাবৎ এই শ্রমিক দিয়ে কাজ করানো হচ্ছে। এখন প্রতিটি গাছের ডোগায় ডোগায় ফলন। দেখলে প্রাণ জুড়িয়ে যায় কথা হয় টমেটো চাষী মোস্তফা গাজীর সাথে। তিনি বলেন এই টমোটো চাষে আগ্রহী খুব কম সময়ে টমেটো চাষ করে সাবলম্বী হওয়া যায়। ফলনও দীর্ঘদিন বিক্রয় করা যায়। তার এই কাজে ব্যয় হয়েছে প্রায় ১লক্ষ টাকার মতো। তিনি আরও বলেন মৎস্য চাষে লাভবান না হওয়াতেই তিনি এই টমেটো ঝুকেছেন। তিনি দুই একদিনের মধ্যে প্রায় ৩০-৪০ মণ টমেটো বাজারজাত করার কথা ভাবছেন। এবছর তিনি ৭-৮ লক্ষ টাকার টমেটো বিক্রয় হবে বলে ধারণা করছেন। মূলত সঠিক দাম পায় তাহলে আমি অধিক লাভবান হবো। এতে আমাকে দেখে এই এলাকার বা আশপাশের এলাকার চাষী আছে তারাও টমেটো চাষে ঝুকবেন। সরজমিনে প্রায় ১কি.মি. ঘেরের পাড়ে গড়ে তোলা হয়েছে এই টমেটোর চাষ। দেখা গেছে ৫-৬ জন শ্রমিক এই টমেটো চাষের পরিচর্যার কাজে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কানায় কানায় ফল ও ফুলে ভরে আছে টমেটো গাছে ।