Type to search

অভয়নগরে বাসায় মজুদ করে বেশি দামে চাল বিক্রির দায়ে জরিমানা

অভয়নগর

অভয়নগরে বাসায় মজুদ করে বেশি দামে চাল বিক্রির দায়ে জরিমানা

স্টাফ রিপোর্টার- নিজ বাড়িতে দোকান বসিয়ে অবৈধ চাল মজুদ করে তা বেশি দামে বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের জাকির ইসলাম তরফদার নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকালে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কে এম রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বেশি দামে চাল বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে গতকাল সোমবার বিকাল পাঁচটার সময় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কে এম রফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার একতারপুর গ্রামের জাকির ইসলাম তরফদারের বাড়ি গিয়ে ২৪৩ বস্তা চাল মজুদ দেখতে পায় । সমুদয় চালের ওজন সাত হাজার ১৭৫ কেজি। এ সময় আদালত উক্ত চাল জব্দ করেন এবং তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত চাল আজ( মঙ্গলবার ) ন্যায্যমুল্যে বিক্রির জন্য আদালত স্থানীয়দের দায়িত্ব দিয়ে আসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন বলেন, ‘ আজ সহকারি কমিশনারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেশি দরে চাল বিক্রির জন্য ২০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন।’