রাজশাহীর পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ ৪

রাজশাহীর পদ্মা নদীতে নৌকা ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে নগরীর তালাইমারী মিজানের মোড় এলাকার জগার ঘাটে এ ঘটনা ঘটে।
রাজশাহী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, নৌকাটিতে ৩০ জনের মতো যাত্রী ছিলেন। তারা সবাই নৌকায় করে জগার ঘাট থেকে মধ্যচরে যাচ্ছিলেন। মধ্যচরে পৌঁছার আগেই নৌকাটি ডুবে যায়। সবাই সাঁতরে পাড়ে পৌঁছাতে পারলেও এখন পর্যন্ত চারজন নিখোঁজ আছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
এই মুহূর্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে।
এদিকে উদ্ধারকাজ চলার মধ্যেই কাছাকাছি জায়গায় আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাৎক্ষণিকভাবে তিনজন যাত্রীকে উদ্ধারে সক্ষম হন।