Type to search

কেশবপুরে উন্নত জাতের খেজুর গাছের চার রোপন

কেশবপুর

কেশবপুরে উন্নত জাতের খেজুর গাছের চার রোপন

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে: যশোরের কেশবপুরে উন্নত জাতের খেঁজুর গাছের চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে কেশবপুর-মণিরামপুরের সীমান্তবর্তী নাগরঘোপ গ্রামে উন্নত জাতের খেঁজুর গাছের চারা রোপন উদ্বোধন করেন। প্রাথমিকভাবে ওই স্থানে ১২০টি খেঁজুর গাছের চারা রোপন করা হয়েছে। পর্যায়ক্রমে যশোরাঞ্চলে ৮ হাজার খেঁজুর গাছের চারা রোপন করা হবে।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে খেঁজুরের চারা রোপণ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ জিয়াউর রহমান, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, খেঁজুর গাছ গবেষক প্রকৌশলী নাকিব মাহমুদ, কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনির হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *