Type to search

তিনদিন ব্যাপী স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতায় যশোর জিলা স্কুলের দাপট

যশোর

তিনদিন ব্যাপী স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতায় যশোর জিলা স্কুলের দাপট

যশোর জিলা স্কুলের দাপটের মধ্যে দিয়ে তিনদিন ব্যাপী স্কুল ভিত্তিক দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার পুলিশ লাইন অডিটোরিয়ামে ১২ পয়েন্ট নিয়ে যশোর জিলা স্কুলের দিবা শাখার এক নম্বর দল চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখায়। ১১পয়েন্ট নিয়ে প্রভাতী শাখার দুই নম্বর দল হয়েছে দ্বিতীয় রানার্স আপ। এছাড়া সমান সংখ্যক পয়েন্ট নিয়ে প্রথম রানার্সআপ হয়েছে বাঘারপাড়া পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।

জেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩০ জন প্রতিযোগী ২৭টা দলে ভাগ হয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। খেলা হয় সাত রাউন্ডে। এছাড়া প্রতিটি বোর্ডে বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।
চ্যাম্পিয়ন যশোর জিলা স্কুলের দিবা দলের খেলোয়াড়রা ছিলেন নবম শ্রেণির শিক্ষার্থী শেখ ইফাজ ইফতেশাম, সপ্তম শ্রেণির মিফতাউল ইসলাম, অষ্টম শ্রেণির হুমায়ন সজিব, ষষ্ঠ শ্রেণির ফারদিন ইকবাল ও পঞ্চম শ্রেণির আবু আহরার শিফাত।

রানার আপ বাঘারপাড়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হয়ে যে সব শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন তারা হলেন দশম শ্রেণির শিক্ষার্থী আতিক হাসান সাইমুন, সিয়াম হোসেন, আফিফ আলওয়ান, অষ্টম শ্রেণির ইমাম হোসেন ও শাওন।

দ্বিতীয় রানার আপ হওয়া যশোর জিলা স্কুলের প্রভাতী দলের পক্ষে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী রুদ্রনীল সাহা, নওফীল ইসলাম, বাধন ইসলাম, কে এম রাফিদ রহমান ও নবম শ্রেণির শিক্ষার্থী আলভীন আহমদ।

প্রতিবোর্ডে যারা শীর্ষস্থান দখল করেছেন তারা হলেন, এক নম্বর বোর্ডে কালেক্টরেট স্কুলের অর্জুন দেব শিকদার। তার সংগৃহিত পয়েন্ট ছয়। দুই নম্বর বোর্ডে ছয় পয়েন্ট পেয়ে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের তাসফিয়া জামান তটনী, তিন নম্বর বোর্ডে যশোর জিলা স্কুলের দিবা বিভাগের শিক্ষার্থী মেফতাইল ইসলাম সাত পয়েন্ট পেয়ে শীর্ষস্থান দখল করেন। চার নম্বর বোর্ডে ঝিকরগাছা বি এম হাই স্কুলের আব্দুল্লাহ জুবায়ের সাড়ে ছয় পয়েন্ট অর্জন করেন, পাঁচ নম্বর বোর্ডে দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের অরিত্র সাহা দুই পয়েন্ট ও ছয় নম্বর বোর্ডে নওয়াপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অর্জুন দাস ছয় পয়েন্ট পেয়ে শীর্ষস্থান দখল করেন নেন।
শনিবার প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।