Type to search

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারসহ ১৮ জেলে নিখোঁজ

জেলার সংবাদ

বঙ্গোপসাগরে মাছধরা ট্রলারসহ ১৮ জেলে নিখোঁজ

অপরাজেয় বাংলা ডেক্স

 

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ১৮ জেলেসহ একটি মাছধরা ট্রলার নিখোঁজ হয়েছে।

গত ৯ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় এফবি আল-হাসান নামের ওই মাছধরা ট্রলারটি নিখোঁজ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা আলীপুর মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা।

নিখোঁজ ট্রলারের মালিক হানিফ খলিফা জানান, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় ওই ট্রলারটি মৎস্য বন্দর মহিপুর ঘাট থেকে গভীর সমুদ্রে যায়। এরপর থেকে ট্রলারের কোন জেলের সঙ্গে ট্রলার মালিক ও স্বজনদের যোগাযোগ হয়নি। তাদের ধারণা, ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পার্শ্ববর্তী দেশ ভারত বা মায়ানমার ভেসে যেতে পারে অথবা ডাকাতদের কবলে পড়েতে পারে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিখোঁজ জেলেদের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি হয়েছে। প্রয়োজনীয় খোঁজখবর ও ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র, DBC বাংলা