Type to search

৯ আগষ্ট কালিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করবেন প্রধানমন্ত্রী

নড়াইল

৯ আগষ্ট কালিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করবেন প্রধানমন্ত্রী

নড়াইল প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২  প্রকল্পের আওতায় জেলার তিনটি উপজেলায়
১,৩৫৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাড়ি দেয়া হচ্ছে।এর মধ্যে সদর উপজেলায়
৪৫৬টি, কালিয়া উপজেলায় ৬২৩টি এবং লোহাগড়া উপজেলায় ২৭৫টি ভূমিহীন ও গৃহহীন
পরিবার বাড়ি পাচ্ছেন। আগামী ৯ আগষ্ট সকাল ১০টায় কালিয়া উপজেলায় ৮৫টি গৃহ
ও জমির মালিকানার কাগজপত্র উপকারভোগীদের মধ্যে হস্তান্তরের মাধ্যমে এ
উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করবেন প্রধানমন্ত্রী।
জেলা প্রশাসক মো: আশফাকুল হক চৌধুরী ৭ আগষ্ট সোমবার বেলা সাড়ে ৫টায় জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও প্রেস ব্রিফিং এ এই
তথ্য জানান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা
প্রশাসক (রাজস্ব) মো: জোবায়ের হোসেন চৌধুরী, রেভিনিউ ডেপুটি কালেক্টর
বিবি করিমুন্নেছা এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৯ আগস্ট কালিয়া উপজেলায়
উপকারভোগীদের মধ্যে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হবে। ইতোমধ্যে
সুবিধাভোগীদের তালিকা প্রণয়ন শেষে তাদের অনুকূলে দলিলের নাম খারিজের কাজ
শেষ হয়েছে।ইতোপূর্বে ৩ উপজেলায় ৮২৯টি পরিবারকে জমির দলিলসহ বাড়ি
হস্তান্তর করা হয়েছে।এর মধ্যে সদর উপজেলায় ১৭১টি, কালিয়া উপজেলায় ৫৩৮টি
এবং লোহাগড়া উপজেলায় ১২০টি গৃহ নির্মাণ পূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে
বাড়ি হস্তান্তর করা হয়েছে।