Type to search

২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ

জাতীয়

২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ

অপরাজেয়বাংলা ডেক্স: বৃহস্পতিবার থেকে ৮ দিন কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার।

করোনার উচ্চ সংক্রমণের মধ্যেও কোরবানির ঈদে মানুষের স্বাভাবিক চলাচল ও পশুর হাটের বিষয় বিবেচনায় নিয়ে বৃহস্পতিবার থেকে কঠোর বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে সব ধরনের গণপরিবহণ। তবে, ট্রেনের টিকিট বিক্রি হবে শুধুমাত্র অনলাইনে। খুলে দেয়া হবে দোকানপাট ও শপিং মল। তবে, সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও, বন্ধ থাকবে বেসরকারি অফিস।

এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে বলে তথ্য অধিদপ্তর থেকে জানানো হয়।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদ সামনে রেখে পশুরহাট, মানুষের জীবন-জীবিকা বিবেচনা করে বিধিনিষেধ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার।সূত্র,ডিবিসি নিউজ