Type to search

‘সুন্দরবনে রাশমেলা আর হবে না, তবে রাশপূজা হবে’

জাতীয়

‘সুন্দরবনে রাশমেলা আর হবে না, তবে রাশপূজা হবে’

অপারাজেয় বাংলা ডেক্স : সুন্দরবনের দুবলার চরে আর রাশমেলা হবে না বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে, খুলনার ফরেস্ট ঘাটে এমভি বনবিলাস লঞ্চে ‘প্রশিক্ষকদের জন্য স্মার্ট টহলের প্রশিক্ষণের’ সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এসময় উপমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ে শুধুমাত্র পুণ্যস্নান ও রাশপূজা অনুষ্ঠিত হবে। এ বছর থেকে পূজা উপলক্ষে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষ সেখানে যাওয়ার অনুমতি পাবে। অন্য ধর্মের লোকজনকে যাওয়ার অনুমতি দেয়া হবে না।

হাবিবুন নাহার আরো বলেন, প্রতি বছর হাজার হাজার মানুষ রাশমেলার সময় সেখানে গিয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য নষ্ট করতো। সে কারণে আর কখনোই রাশমেলা হবে না।

১৫ জন ফরেস্টার ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন। অনুষ্ঠানে খুলনা অঞ্চলের বন সংরক্ষকসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সূত্র,  ডিবিসি বাংলা