Type to search

শুভ সাংস্কৃতিক নিকেতনের উদ্যোগে আলোচনা সভা ও তালতলায় তাল গাছ রোপণ

অন্যান্য

শুভ সাংস্কৃতিক নিকেতনের উদ্যোগে আলোচনা সভা ও তালতলায় তাল গাছ রোপণ

যশোরের অভয়নগর উপজেলায়  শুভ সাংস্কৃতিক নিকেতনের উদ্যোগে ও নওয়াপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিজাউল ইসলাম ওরফে রেজা ফারাজীর সার্বিক সহযোগিতায় বৃক্ষ রোপণে সাধারণকে উদ্ভুদ্ধ করতে এক আলোচনা সভা ও তালতলায়  তাল গাছ রোপণ করে আগামী দিনের বৃক্ষ রোপণ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় ৭ নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আলোচনা শেষে তালতলা স্টেশনে তালগাছ ও তালের বীজ রোপনের মধ্য দিয়ে আগামী শুক্রবার সকাল ৯:৪৫  মিনিটে তালতলা থেকে বিভিন্ন প্রজাতির  বৃক্ষ রোপণ করা হবে বলে ঘোষণা দেয়। এবং এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালাক্রমে
সুদুর  ভবদহ পর্যন্ত চলবে বলে
বৃহৎ কর্মসূচি তালতলা থেকে  ঘোষণা দিয়ে এ কর্মসূচির সমাপ্তি করা হয়।
উপজেলা কৃষকলীগের  সভাপতি ফারাজী মনির হাসান তাপস’র সঞ্চালনায়,সামাজিক ব্যক্তিত্ব শিক্ষক সুনীল দাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিজাউল ইসলাম (রেজা ফারাজী), বিশেষ অতিথি প্রেসক্লাব নওয়াপাড়ার সহ-সভাপতি ফেরদৌস সালাম বাবলু, সাধারণ সম্পাদক কাজী মোঃ আলী, অভয়নগর মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক মুন্সী আঃ মাজেদ, কবি সাজ্জাদ হোসেন, বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন শুভ সাংস্কৃতিক নিকেতনের প্রতিষ্ঠাতা শিবপদ শুভ।
এসময় শুভ সাংস্কৃতিক নিকেতনের সভাপতি জয়দেব দাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সংগঠনের অন্যান্য সদস্য সহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।