Type to search

ঝিকরগাছার পুকুরে গ্যাস ট্যাবলেট দেওয়ায় ৩ লক্ষ টাকার ক্ষতি

ঝিকরগাছা

ঝিকরগাছার পুকুরে গ্যাস ট্যাবলেট দেওয়ায় ৩ লক্ষ টাকার ক্ষতি

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের পদ্মপুকুর গ্রামে ৬ বিঘা জমির একটি পুকুরে গ্যাস ট্যাবলেট দেওয়ায় ৩লক্ষ টাকার মাছ মরে ব্যাপক ক্ষতি হয়েছে। গ্যাস ট্যাবলেট প্রযোগের বিষয়ে পুকুরের লীজ গ্রহিতা ও বাংলাদেশ আওয়ামী মৎস্য জীবীলীগের ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের সভাপতি মোঃ রফিকুল ইসলাম (রফিক) বাদি হয়ে শুক্রবার রাতে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ রফিকুল ইসলাম (রফিক) একজন মৎস্যচাষী। তিনি পদ্মপুকুর গ্রামে ৬ বিঘা জমির একটি পুকুর লীজ নিয়ে মাছ করেন। এমতাবস্থায় গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাতে অজ্ঞাতনামা লোকেরা তার পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৬০মণ বিভিন্ন প্রকার ৩লক্ষ টাকার মাছ মেরে ক্ষতি সাধন করেছেন। থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, পদ্মপুকুর গ্রামের একটি পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মারার বিষয়ে একটি অভিযোগ এসেছে। অভিযোগের উপর তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।