Type to search

শুধু তোমার জন্য

সাহিত্য

শুধু তোমার জন্য

বিলাল মাহিনী 
পুব দিগন্তে লালথালা মাথা উঁচু করতেই চঞ্চল হয়ে উঠে মন,
তোমাকে শোনার অপেক্ষা দীর্ঘতর হতে থাকে
প্রতি অনুক্ষণ তোমায় ভাবতে ভালো লাগে, মাঝে মাঝে মনে হয় অস্থির করে তুলি তোমার মেজাজকে
চিৎকার করে বলি ভালোবাসি ভালোবাসি আর ভালোবাসি।
দূরে তুমি, তাই ছটফট করে এই দূরন্ত মন, তোমার পরশ প্রাপ্তির আশায়।
দিবসের প্রথম প্রহর থেকেই
অজানা ভালোলাগায় ছটফট করে অবাধ্য মন,
তোমায় ছুঁয়ে দেখার ইচ্ছে ধীরে ধীরে
সমুদ্রের মতো গভীরতা পায়।
ভাবনার শাণিত ফলায় ক্ষতবিক্ষত
হয় গোধূলী লগনের আসমানী ভালোবাসা।
মন চায় তোমার কর্ণ ছুঁয়ে
ফিসফিসিয়ে বলি- এই ব্যক্ত কথামালা শুধু তোমার জন্য, অব্যক্ত ভাবনাগুলোও।