Type to search

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস ও পানিতে ডুবে ৬ জনের মৃত্যু

জেলার সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস ও পানিতে ডুবে ৬ জনের মৃত্যু

অপরাজেয়বাংলা ডেক্স: ভারী বর্ষণে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পে শিশুসহ ৫ জন ও পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ ও ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু দৌজা নয়ন জানান, সোমবার রাত থেকে সকাল পর্যন্ত উখিয়া ও টেকনাফে থেমে থেমে ভারী বর্ষণ হয়েছে। এতে পাহাড় ধসে রোহিঙ্গা শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়ে। এছাড়া পানিতে ডুবে মারা যায় আরও এক শিশু। বৃষ্টিপাতে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শত শত পরিবার।

এদিকে, ভারী বর্ষণে প্লাবিত হয়ে বান্দরবানের লামা-আলিকদম উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।সূত্র,ডিবিসি নিউজ