Type to search

`বিদেশের মাটিতে থাকলেও আমার পড়ে থাকে চুয়াডাঙ্গায়’

জাতীয়

`বিদেশের মাটিতে থাকলেও আমার পড়ে থাকে চুয়াডাঙ্গায়’

 চিত্তরঞ্জন সাহা চিতু,চুয়াডাঙ্গা সংবাদদাতা||
চুয়াডাঙ্গার কৃতীসন্তান আমেরিকা প্রবাসী ফ্লোরিডা বাংলা টেলিভিশনের সিইও, ফ্লোরিডা বাংলানিউজের সম্পাদক-প্রকাশক ও ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হাকিমুল আলম মালিক টিটন গতকাল জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন। চুয়াডাঙ্গা চেম্বার ভবন মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সভায় অংশ নেন জাতীয় ও স্থানীয় সকল গণমাধ্যমের সংবাদকর্মীরা। সংবাদ কর্মীদের উপস্থিতিতে এক বর্ণিল মিলন মেলায় রুপ নেয়
শুরুতেই জেলার প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পরিচয় পর্বে মিলিত হন আমন্ত্রিত অতিথিরা। পরিচয় পর্ব শেষে জেলার কৃতীসন্তান হাকিমুল আলম মালিক টিটনকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
অতিথী হাকিমুল আলম মালিক টিটন বলেন, ‘আজকের এই আয়োজনের জন্য  ধন্যবাদ জানাই আমার গণমাধ্যমের বন্ধুদের। দীর্ঘদিন পর পুরাতন সব মুখগুলোকে একসাথে দেখে স্মৃতিকাতর হয়ে পড়ছি। শৈশবের সেই দিনগুলো বারবার মনে পড়ছে। চুয়াডাঙ্গা থেকে অনেক দূরে থাকলেও এই মুখগুলো আমার কাছে সবসময় অমলিন হয়ে রয়েছে এবং থাকবে। পুরাতন মুখের ভিড়ে নতুন মুখও দেখছি, ভালোই লাগছে যে জেলার ভালোর জন্য সকলের অবস্থান অভিন্ন। বিদেশের মাটিতে থেকেও সব সময় আমার মন চুয়াডাঙ্গার মাটিতেই  পড়ে থাকে।’
উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ জানিয়ে টিটন মালিক বলেন, ‘নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সামগ্রীকভাবে কাজ করতে হবে। আপনারা সাহস দিলে, উৎসাহ দিলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো।’
হাকিমুল আলম মালিক টিটন আরও বলেন, ‘আমরা চাইলে একসাথেই চুয়াডাঙ্গার জন্য কাজ করতে পারি। আমি দূরে থাকলেও আপনাদের সাথেই মিশে থাকতে চাই। আমি ফ্লোরিডা থেকে সংবাদমাধ্যম পরিচালনা করছি, আমরা যদি একসাথে হই তবে, চুয়াডাঙ্গা থেকেও এমন আধুনিক মাল্টিমিডিয়া সংবাদ মাধ্যম চালু করতে পারি। যা শুধুই চুয়াডাঙ্গার কল্যানে কাজে আসবে।’
সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  অ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারন সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক সরদার আল আমিন, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি জাহাঙ্গীর তুহিন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে সানভী।