Type to search

যশোর ২৯ ও ৩০ ডিসেম্বর কৃষক ক্ষেতমজুরদের সম্মেলন

অভয়নগর

যশোর ২৯ ও ৩০ ডিসেম্বর কৃষক ক্ষেতমজুরদের সম্মেলন

অভয়নগর প্রতিনিধি
আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির যৌথ সম্মেলন যশোরে অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলন সফল করার লক্ষে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল চারটার সময় ্উপজেলার অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি,অভয়নগর উপজেলার আহবায়ক কমরেড শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিষ্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড নাজিম উদ্দিন, সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, কমরেড চৈতন্য কুমার পাল, কমরেড নূর আলম, কমরেড হাবিবুর রহমান, অধ্যাপক অনিল বিশ^াস, কমরেড অরুন ঘটক, কমরেড সাধন বিশ^াস,কমরেড উত্তম মন্ডল প্রমুখ। সভায় জানানো হয় যশোরে জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি ও বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতির যৌথ সম্মেলনে দুই হাজার গণজমায়েতের সিদ্ধান্ত হয়েছে। সে সিদ্ধান্ত সফল করার লক্ষে অভয়নগরের প্রত্যেক ইউনিয়নে গ্রামমিটিং, উঠান বৈঠক ও হাটমিটিংয়ের সিদ্ধান্ত হয়। সভায় ভবদহ সমস্যা সমাধানে আন্দোলন জোরদার করার আহবান জানানো হয়। সভাশেষে কমরেড সাধন বিশ^াসকে আহবায়ক এবং কমরেড ইন্তাজ আলী ও বিল্লাল শেখকে যুগ্মআহবায়ক করে জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির ১৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়।