Type to search

দুর্ভিক্ষ হবে না, দুর্ভিক্ষ চলছে: রিজভী

জাতীয় রাজনীতি

দুর্ভিক্ষ হবে না, দুর্ভিক্ষ চলছে: রিজভী

দুর্ভিক্ষ হবে না, দুর্ভিক্ষ চলছে: রিজভী

প্রধানমন্ত্রী একবার বলছেন দুর্ভিক্ষ হবে, আবার বলছেন হবে না। মানুষের এত আয় বেড়ে থাকলে দুর্ভিক্ষ হবে কেন? কিন্তু দুর্ভিক্ষ চলছে। সরকারি চাল ৩০ টাকা কেজি। যে ট্রাকগুলোতে দেবে সেই ট্রাকগুলোর পেছনে ঘণ্টার পর ঘণ্টা মানুষ দাঁড়িয়ে থাকছে চালের জন্য। এটাই তো দুর্ভিক্ষের আলামত।’

বিশ্বজুড়ে দুর্ভিক্ষ আসছে বলে সতর্ক করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার যে বক্তব্য রেখেছেন, তার প্রতিক্রিয়ায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে না, এসে গেছে।

ভর্তুকিমূল্যে স্বল্প আয়ের মানুষদের কাছে টিসিবির মাধ্যমে চাল বিক্রির ট্রাককে ঘিরে মানুষের ভিড় দেখেই এই দুর্ভিক্ষের প্রমাণ দেখতে পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুন্সীগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

বিএনপির সঙ্গে খেলা হবে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য রেখেছেন, সেটির প্রতিক্রিয়ায় রিজভী বলেন, খেলা হবে না, খেলা চলছে। অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি অর্থনীতি নিয়েও সরকারের খেলা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘বিদ্যুতের নাকি বন্যা বয়ে গেছে। হাইওয়ে, বড় বড় ফ্লাইওভার উন্নয়নে গোটা দেশ ছড়িয়ে গেছে। দেশের মানুষের আয় বেড়েছে ২ হাজার ১৩৪ ডলার। আবার প্রধানমন্ত্রী একবার বলছেন দুর্ভিক্ষ হবে, আবার বলছেন হবে না। এই যে অনিশ্চয়তার মধ্যে তিনি।’

মানুষের এত আয় বেড়ে থাকলে দুর্ভিক্ষ হবে কেন জানতে চেয়ে রিজভী বলেন, ‘কিন্তু দুর্ভিক্ষ চলছে। সরকারি চাল ৩০ টাকা কেজি। যে ট্রাকগুলোতে দেবে সেই ট্রাকগুলোর পেছনে ঘণ্টার পর ঘণ্টা মানুষ দাঁড়িয়ে থাকছে চালের জন্য। এটাই তো দুর্ভিক্ষের আলামত।

‘ওবায়দুল কাদের ফিউচার টেন্সে বলেন খেলা হবে। কিন্তু খেলা তো চলছে মানুষের আহার নিয়ে, খাদ্য নিয়ে, ভোগান্তি নিয়ে। এসব দেশের জনগণ দেখছে এর হিসাব কিন্তু আপনাকে একদিন দিতে হবে।’

রিজার্ভ নিয়ে প্রশ্ন
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার স্থিতি নিয়ে সরকারের বক্তব্য সঠিক নয় বলেও অভিযোগ করেন বিএনপি নেতা। রিজার্ভ থেকে বিভিন্ন প্রকল্পে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ ও যে ঋণ দেয়া হয়েছে, সেটিকে বাদ দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পরামর্শ মানলে রিজার্ভ যে কমে যায়, সেটি নিয়েও কথা বলেন তিনি।

‘আওয়ামী লীগ বলে ৩৪ মিলিয়ন ডলার। আর বাংলাদেশ ব্যাংক বলছে ২৬ মিলিয়ন ডলার। হঠাৎ করে কমে গেল কেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেটা বলবেন সেটা?’

রিজভী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো আপনাদেরই লোক। যেই আইএমএফ জানতে চেয়েছে তখনই রিজার্ভ কমে গেছে। এই দেশের পরিস্থিতি খুবই ভয়ংকর অবস্থায় আছে।’

ব্যাংকগুলোতে কোনো টাকাপয়সা নেই দাবি করে বিএনপি নেতা বলেন, ‘সব শূন্য অবস্থায়। আওয়ামী লীগ কত লুটপাট করেছে যে আজ খেলাপি ঋণ ১ লক্ষ ৩৪ হাজার কোটি টাকা। আর বিএনপি যখন ক্ষমতা ছাড়ে তখন ঋণখেলাপ ছিল শুধু চার হাজার কয়েক শ কোটি টাকা।

‘এই ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা ঋণখেলাপি হয়েছে এই টাকা কে নিয়েছে? এই টাকা সব আওয়ামী লীগ নিয়েছে। আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের ঘনিষ্ঠজনরা নিয়েছে। আজ বলছেন ব্যাংকের টাকা শেষ হয়ে আসছে। দেশের ঋণ কে কে নিয়েছে, তার জন্য একটা তদন্ত কমিটি গঠন করেছে। যারা যারা ঋণখেলাপি তারাই সেই কমিটির সদস্য।’

‘খেলা হবে না, খেলা চলছে’
‘খেলা হবে’ বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য রেখেছেন, তার খেলা এখনই শুরু হয়ে গেছে বলেও মনে করেন রিজভী। বলেন, ‘এটা তো ফিউচার টেন্সে বলেছে, প্রেজেন্ট টেন্সে বলবে না খেলা চলছে।

‘আপনি কামরুজ্জামান রতনকে গ্রেপ্তার করেছেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমদকে গ্রেপ্তার করেছেন। এটা কি খেলার অংশ না? সারা দেশে সমাবেশ যাতে না হয়, তার জন্য অনেককেই গ্রেপ্তার করেছে। এটা কি খেলার অংশ?’

বিএনপির সমাবেশের দুই দিন আগে বাস মালিকরা ধর্মঘট ডাকে, সেটাও ওবায়দুল কাদেরের খেলার অংশ বলে মনে করেন রিজভী। বলেন, ‘কারণ, আপনার নির্দেশ ছাড়া এই বাস মালিক সমিতি ধর্মঘট ডাকার কথা না।’

 

কাদেরকে নিয়ে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীকে পরামর্শ
ওবায়দুল কাদের আত্মঘাতী খেলোয়াড় হয়ে যাবেন বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক করেন রিজভী। তিনি বলেন, ‘ফুটবল খেলার মাঠে কিন্তু আত্মঘাতী গোলও আছে। অর্থাৎ নিজেদের প্লেয়ার নিজেদের গোল পোস্টেই গোল করে দেয়। ওবায়দুল কাদেররা কিন্তু সেই ধরনের আত্মঘাতী খেলোয়াড়।

‘ওবায়দুল কাদের, হাছান মাহমুদ যখন বিপদে পড়বেন, তখন তারা বলবেন ঋণখেলাপির টাকা, উন্নয়নের বুলি বলে লুটপাট করে বিদেশে টাকা পাচারের সঙ্গে শেখ হাসিনা জড়িত। যেমন ওয়ান ইলেভেনে ওবায়দুল কাদের, আব্দুল জলিল, শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম বলেছেন শেখ হাসিনা কার কার কাছ থেকে চাঁদা নিয়েছেন।

‘তাই ওবায়দুল কাদের যখন খেলার কথা বলবেন, তখন শেখ হাসিনা আপনিও সাবধান হয়ে যান। কারণ, বিপদে পড়লে আপনার সব কথা কিন্তু তিনি বলে দেবেন।’

 

নিউটনের গতিসূত্র স্মরণ রাখার পরামর্শ
প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটনের গতিসূত্র সরকারকে স্মরণ করান রিজভী। বলেছেন, সরকার এখন যা করছে তার সমান ও বিপরীত জবাব দেয়া হবে।

সরকার বিএনপিকে নির্যাতন করছে অভিযোগ করে রিজভী ভবিষ্যতে একই রকম প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন। তিনি বলেন,

‘নিউটনের তৃতীয় সূত্র মনে রাখবেন। প্রতিটি আঘাতের সমান ও বিপরীত জবাব দেয়া হবে।

‘আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনে বাধা দিচ্ছেন। গ্রেপ্তার করছেন মারধর করছেন। নিউটনের তিনটা সূত্রের তৃতীয় নম্বরটা হলো আপনি যেভাবে আঘাত করবেন তার বিপরীত সমান প্রতিঘাত হবে। যে অন্যায় করছেন বিএনপির সঙ্গে, হত্যা নির্যাতন গ্রেপ্তার করছেন, খুলনা-বরিশালে বিএনপির বড় বড় সমাবেশের আগে যেভাবে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা করছেন, রক্তাক্ত করছেন, সমানভাবে এর প্রতিঘাত জনগণকে সঙ্গে নিয়ে দেয়া হবে।

‘কাউকে গ্রেপ্তার করে বিএনপির আন্দোলন ঠেকানো যাবে না। তারা সবাই আরও ঐক্যবদ্ধ হয়ে বিএনপির মহাসমাবেশ সফল করবে।’

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশ সামনে রেখে মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতা কামরুজ্জামান রতনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে রিজভী বলেন, ‘কিন্তু এটা আপনাদের ভুল পলিসি। রতনকে গ্রেপ্তার করার কারণে মুন্সীগঞ্জের নেতা-কর্মী ও জনগণ আরো ঐক্যবদ্ধ হয়ে ১০ ডিসেম্বরের সমাবেশকে সাফল্যমণ্ডিত করবে।’

বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা আ ক ম মোজাম্মেল হক, আলী আজগর রিপন মল্লিক, শহীদুল ইসলাম শহীদ, যুবদলের সোহেল আহমদ, স্বেচ্ছাসেবক দলের আওলাদ হোসেন উজ্জ্বলসহ মুন্সীগঞ্জ বিএনপির নেতারা এতে অংশ নেন।