Type to search

যশোর মাগুরায় আরো ২২ করোনা রোগী শনাক্ত

যশোর

যশোর মাগুরায় আরো ২২ করোনা রোগী শনাক্ত

অপরাজেয় বাংলা ডেক্স : যশোর ও মাগুরার আরো ২২টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। বৃহস্পতিবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পরীক্ষা শেষে শুক্রবার এই ফল ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, এদিন তাদের ল্যাবে সন্দেহভাজন করোনা রোগীদের শরীর থেকে সংগ্রহ করা মোট ৯৩টি নমুনাপরীক্ষা করা হয়। এর মধ্যে ৭১টি নেগেটিভ ফল দিয়েছে।
এদিন যশোর জেলার ৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬টি পজেটিভ পাওয়া গেছে।
এছাড়া মাগুরার ১৮ জনের নমুনা পরীক্ষা করে ছয়টিতে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। আর নড়াইলের সাতটি নমুনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ পাওয়া যায়।
ফলাফলের বিস্তারিত সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ২৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে চার হাজার ২৪ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৫০ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে (হাসপাতালে) আছেন ছয়জন। আর বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৫ জন।

সূত্র,সুবর্নভূমি