Type to search

শ্রাবন্তীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে খুলনায় যুবক আটক

খুলনা

শ্রাবন্তীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে খুলনায় যুবক আটক

অপরাজেয় বাংলা ডেক্স : ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে মোবাইল ফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে খুলনায় মাহাবুবর রহমান (৩৩) নামে এক যুবককে  গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে গ্রেফতারের পর দুপুরে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে এক দিনের রিমান্ডে নেবার আবেদন মঞ্জুর করেন।
‘কুপ্রস্তাব দেওয়ায়’ অভিনেত্রী শ্রাবন্তী ভারতীয় হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। অভিযোগটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ হেড কোয়াটার্সে যায়। এরপর হেড কোয়াটার্সের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানা গত ১৬ নভেম্বর মামলা করা করে; যার নম্বর ১৯। সোনাডাঙ্গা থানার এসআই মো. খালিদ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, অভিযুক্ত মাহাবুবর রহমান অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত মোবাইল ফোন নাম্বার ম্যানেজ করে ওই নাম্বারে বিভিন্ন সময় ফোন করতেন। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরের কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব লিখে মেসেজ দিতেন মাহাবুব। প্রতিবেশি রাষ্ট্রের একজন জনপ্রিয় অভিনেত্রীকে আপত্তিকর মেসেজ প্রদানে দেশের ভাবমুর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মমতাজুল হক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮/৩১ ধারায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাডাঙ্গা থানার ইনসপেক্টর (তদন্ত) রাধে শ্যাম সরকার জানান, মাহাবুবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য  পাঁচদিনের রিমান্ডের আবেদন করলে বৃহস্পতিবার শুনানি শেষে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম একদিন রিমান্ড মঞ্জুর করেন।
অভিযুক্ত মাহাবুবর রহমান খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ৬/১ বকশিপাড়া রোডের বাসিন্দা সামছুল আলমের বাড়ির ভাড়াটিয়া ও আতিকুর রহমানের ছেলে।

সূত্র, সুবর্ণভূমি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *