Type to search

যশোরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

চৌগাছা

যশোরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

শ্যামল দত্ত যশোর থেকে ঃ

যশোর জাতীয়  গ্রন্থাগার দিবস উপলক্ষে  আলোচনা সভা  ও সেরা পাঠক ও লেখক সম্মাননা ও পুরস্কার বিতরণ। জাতীয়  গ্রন্থাগার দিবসে প্রতিপাদ্য বিষয় স্মার্ট গ্রন্থাগার”  স্মার্ট -বাংলাদেশ ” রবিবার (৫ ফেব্রুয়ারি ) জেলা গণগ্রন্থাগার নিজ কার্যালয়  সরকারি গণন্থাগেরের আয়োজনে সহকারি লাইবেরিয়ান মমতাজ খাতুন সভাপতিত্বে ও সৌমেন চন্দ্র গোস্বামী  সঞ্চালনায়   প্রধান অতিথি  হিসেবে বক্তব্য দেন  জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান,বিশেষ অতিথি উপস্থিত ছিলেন  এম এম কলেজের   সাবেক বাংলা বিভাগীয় প্রফেসর  মোস্তাফিজুর রহমান, কবি হোসেনউদ্দিন হোসেন, উপস্থিত ছিলেন জেলা গণগ্রন্থাগারের  রেফারেন্স  এ্যসিসডেন্ট রাশেদুল ইসলাম,বেসরকারী গণগ্রন্থাগার থেকে বক্তব্য দেন   অরূপ লাইব্রেরির পরিচালক হরিদাস কুমার দেবনাথ, সমতা গণগ্রগার থেকে শ্যামল দত্ত, আলোচনা শেষে সেরা লেখক হিসেবে সম্মাননা পান কবি ও লেখক হোসেনউদ্দিন হোসেন, সেরা পাঠক  ইসমাল হোসেন ও প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন কবিতা আবৃত্তি, বই পাঠক, চিত্র অংকন প্রতিযোগিদের।