Type to search

যথাযর্থ মর্যাদায় রামসরা শ্রীশ্রী রুপ সনাতন স্মৃতি তীর্থে (ইস্ কন)মন্দিরে রর্থ যাত্রা অনুষ্ঠিত

অভয়নগর

যথাযর্থ মর্যাদায় রামসরা শ্রীশ্রী রুপ সনাতন স্মৃতি তীর্থে (ইস্ কন)মন্দিরে রর্থ যাত্রা অনুষ্ঠিত

প্রিয়ব্রত ধর,অভয়নগর প্রতিবেদক:

যশোর অভয়নগর উপজেলার রামসরা শ্রীশ্রী রুপ সনাতন স্মৃতি তীর্থে ( ইস্ কন) অনুষ্ঠিত হল হিন্দু ধর্মালম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের রর্থযাত্রা অনুষ্ঠান। শুক্রবার (১জুলাই/১০ আষাঢ় ) শুভ রথযাত্রা। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। রথযাত্রা হিন্দু বাঙালিদের একটি পবিত্র ধর্মীয় উৎসব। বাংলা ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার উৎসব পালিত হয়। প্রতি বারের ন্যায় দেশ দেশান্তর থেকে আগত হাজার হাজার ভক্তের উপস্থিতে শুরু হয় রথটান। জগন্নাথ দেবের মাসির বাড়ি উপলক্ষে ভক্তরা রামসরা ইস্ কন মন্দির থেকে রর্থ সুন্দলী রাধাগোবিন্দ মন্দিরে উদ্বেশে আনা হয়। ৫ কি:মি: রশি দিয়ে রর্থ টেনে রামসরা ইসকন মন্দিরে থেকে আনা হয়। এ সমায়ে হাজার হজার ভক্ত দুর দূরন্ত থেকে ছুটে আসে একবার রর্থের রশি ধরতে। রর্থ টানের সমায়ে চলতে থাকে ধর্মীয় গান নাচ আর প্রসাদ বিতরণ। রর্থের উপর থেকে ভক্তদের উদ্দেশ্যে ছোড়া হয় নানা প্রকার ফল,ফুল আর পিঠা। ভক্তরা এই প্রসাদের জন্য অধির আগ্রহ করে থাকে। বিকাল তিনটাই রামসরা শ্রীশ্রী রুপ সনাতন স্মৃতি তীর্থে থেকে রওনা দিয়ে সন্ধার সময় সুন্দলীতে পৌছায়। এ সমায়ে ভক্তরা চোখের জলে জগন্নাথদেবকে তার নিদ্ধারিত স্থানে স্থাপন করে ঘরে ফেরে। এছাড়াও রর্থযাত্রা উপলক্ষে বসে রর্থের মেলা। ভক্তরা রর্থটান শেষে মেলা ঘুরে আনন্দ উপভোগ করে। এবারের উল্টো রথযাত্রা (পুনর্যাত্রা) – ৯ জুলাই (১৮ আষাঢ়), শনিবার।