Type to search

মানুষ কারে কয়!

সাহিত্য

মানুষ কারে কয়!

বিলাল মাহিনী
পুবাকাশে সাত রঙের বেনী দেখে
রংধনু চেনা যায়,
নীল জলরাশির বুকে উত্তাল ঢেউগুলো সাগর চেনায়,
মানুষ চিনিবো কিসে, বলোতো ভাই?
যেই মানুষটা তর্ক করে
অসৎ পথে পকেট ভরে
ভাবটা এমন- সবই জানে
একের কথা অপর কানে
ছড়িয়ে যে দেয়-
তারে মানুষ কয়?
আকাশসম রাঙা বালু
যেই চরের হাওয়াটা লু-
তারে মরুভূমি কয়,
সমুদ্র নদীর বুকে জাগা
পলিতে সবুজ ঘাসের ঘটা-
দেখে দ্বীপ মনে হয়,
মানুষ চিনিবো কিসে, বলোতো ভাই?
নিজে কোনো কাজ না করে
অন্যের কাজে দোষটা ধরে
মঞ্চাসনে বসে শুধু উপদেশ মারে,
হিংসে পোষে মনের মাঝে-
যে মানুষের মাথা ভরা শুধু কুটিলতায়-
তারে মানুষ কয়?
বিলে-ঝিলে এক পায়ে দাঁড়িয়ে থাকা দুধ বর্নের লম্বা ঠোঁটের পাখি দেখা বুঝায় এটা বক,
গভীর রাতে হুক্কাহুয়া শুনে মনে হয় এটা শিয়ালের-ই হাক
মানুষ, হ’ মানুষ চিনিবো ক্যামনে, বলোতো ভাই?
ধর্ম কথায় মুখটা ভরা
গিবত-রিয়ায় মাথা ভরা
সামনে দেখায় বন্ধু – ভাই
পশ্চাতে যে নিন্দে করে যায়-
তারে মানুষ কয়?
গায়ে ডোরাকাটা দেখে চিনে নিই রয়েল বেঙ্গল টাইগার
দেখতে সেম হলেও মিউমিউ ধ্বনি শুনে বুঝা যায়-
বিড়াল নামটা তার,
মানুষ চিনবো ক্যামনে, বলোতো ভাই?
মুখে বলে গণতন্ত্র – উদারতা
অসাম্প্রদায়িকতা
অন্তরেতে বিষ ভরা, স্বৈরমন্ত্রে বিরোধীদের যে বেটা দাবড়ায়-
তারে মানুষ কয়?
কোট-টাই প্যান্ট পরে
সানগ্লাস চোখে দিলে_
মানুষ তারে কয়?
মানুষ হয়ে মানুষকে যে বেটা ঠকায়!
মানুষ তারে কয়?
কতো রূপে কতো ফেচে
কখনোবা টুপি পরে
জুব্বায় আতর মেখে
মসজিদ মাদরাসা খুলে
মাজারে গিলাপ মেরে
হজ-ওমরার এজেন্ট সেজে!
সরল-সহজ বিশ্বাসীর ধন যে মেরে খায়_
তারে মানুষ কয়?
শ্রমিক-কিষাণ শোষণ করে
এসিতে বিলাস করে
অপর জমির আইল কেটে
ওজনেতে ফাঁকি দিয়ে
পচা-বাসি ভালো বলে
গরু-খাসি-মুরগির সাথে
কুত্তা-বিলাই গুলিয়ে দিয়ে
যে বেচে যায়!
তারে মানুষ কয়?
হাসপাতাল ফাঁকি দিয়ে
চেম্বারে গলা কেটে
গরিবের ভাতা মেরে
চাল-গম চুরি করে
রডের বদলে বাঁশ যে দেয়!
তারে মানুষ কয়?
নিরিহ মানুষটারে
মামলার ফাঁদে ফেলে
কলমের খোঁচা মেরে
অসত্য দিয়ে ছেপে
ক্লাসে ঘুমিয়ে যে কোচিং দেখায় !
তারে মানুষ কয়?
প্রতারণার কলে ফেলে
বোকারে ধোঁকা দিয়ে
ডুপ্লেক্স বাসা-বাড়ি
শত বিঘা জমি গাড়ি-
যে বেটা বানায়!
তারে মানুষ কয়??