Type to search

বাবা-মায়ের বাড়ির রাস্তা বন্ধ করলেন ছেলে!

জাতীয়

বাবা-মায়ের বাড়ির রাস্তা বন্ধ করলেন ছেলে!

 

অপরাজেয় বাংলা ডেক্স

 লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বাবা-মায়ের বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে রফিকুল ইসলামের বিরুদ্ধে।
রফিকুল উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী গ্রামের আব্দুল আজিজ ও সফিয়া বেগম দম্পত্তির ছেলে।

গত ৯ জানুয়ারি টাকা ফেরত চেয়ে আবারও বাবা-মাকে মারধর করেন রফিকুল। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে আব্দুল আজিজ দেখতে পান তাদের চলাচলের রাস্তাটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে রফিকুল।

এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে গত সোমবার (১০ জানুয়ারি) স্থানীয় থানায় আবারও ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন বাবা আব্দুল আজিজ।

আব্দুল আজিজ বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমার ছোট ছেলে ও তার বউয়ের মাধ্যমে নির্যাতনের শিকার হয়ে আসছি। কিন্তু স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানায় একাধিকবার অভিযোগ করেও বিচার পাইনি।

অভিযুক্ত রফিকুল বলেন, আমার বাবা আমাকে প্রায় সময় মারধর করেন। তাই আমিও তাকে প্রতিঘাত করেছি। আমার ওপর আঘাতের প্রতিবাদে আমি রাস্তা বন্ধ করে দিয়েছি।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করতে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র,  বাংলানিউজটোয়েন্টিফোর.কম