Type to search

শীতে পানি পানের প্রতি অনীহা

লাইফস্টাইল

শীতে পানি পানের প্রতি অনীহা

অপরাজেয় বাংলা ডেক্স
  • শরীরচর্চার সময় একটি পানির বোতল সঙ্গে রাখুন। ব্যায়াম শুরুর আগে, মাঝে এবং শেষে অল্প অল্প করে পান করে শেষ করুন বোতল।
  • পানির বোতলে পুদিনা পাতা ফেলে দিতে পারেন। শসা, আদা ইত্যাদির স্লাইসও ছেড়ে দিতে পারেন। চমৎকার ফ্লেভার যেমন আসবে পানিতে, তেমনি পুষ্টিও পাবে শরীর।
  • স্মার্টফোনে এমন অ্যাপ নামিয়ে নিতে পারেন, যা নির্দিষ্ট সময় পর পর পানি পানের কথা মনে করিয়ে দেবে আপনাকে।
  • কাজের টেবিলে পানির জগ বা বোতল রাখুন। রান্নাঘরে থাকলেও হাতের কাছে রাখুন পানিভর্তি বোতল। এটি পানি পানের কথা মনে করিয়ে দেবে আপনাকে।
  • পানির চাহিদা পূরণ করবে এমন ফল ও সবজি রাখুন খাদ্য তালিকায়। তরমুজ, শসা, আঙুর মেটাবে পানির দৈনন্দিন চাহিদা।
  • প্রতিবার বাথরুম থেকে এসেই এক গ্লাস পানি পানের অভ্যাস করুন।
  • লেমোনেড বা আইস টি ধরনের পানীয় পানের আগে কয়েক টুকরো বরফ ছেড়ে দিন। এতে বাড়তি পানি পান করা হবে।
  • সূত্র,  বাংলা ট্রিবিউন

     

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *