Type to search

বনানী কবরস্থানে সমাহিত হবেন রাজিয়া নাসের

জাতীয়

বনানী কবরস্থানে সমাহিত হবেন রাজিয়া নাসের

 

 

অপরাজেয় বাংলা ডেক্স

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা রাজিয়া নাসেরকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জোহরের নামাজ শেষে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

গতকাল সোমবার রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন রাজিয়া নাসের। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি গত ৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বঙ্গবন্ধুর ভাই শেখ নাসেরের স্ত্রী রাজিয়া নাসেরের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা এবং মন্ত্রিসভার একাধিক সদস্য শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মৃত্যুকালে রাজিয়া নাসের পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। এর মধ্যে জ্যেষ্ঠ পুত্র শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের এমপি। আরেক ছেলে শেখ সালাউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের এমপি। এমপি শেখ হেলালের ছেলে শেখ শারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের এমপি।

সূত্র, দৈনিক অধিকার