Type to search

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

আইন কানুন জাতীয়

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে করা রিটের শুনানি শেষে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় ভাস্কর্য নিয়ে বিভ্রান্তি দুর করতে জনসচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগ নেয়ার নিদের্শও দেয় হাইকোট। ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালানোর নির্দেশও দেয়া হয় রিট শুনানি শেষে দেয়া আদেশে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাহিদা সুলতানা যুথী ও এবিএম শাহজাহান আকন্দ মাসুম।

এর আগে, গত ৬ ডিসেম্বর বঙ্গবন্ধুসহ অন্যান্য ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ী। আবেদনে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি স্বাধীনতার প্রতীক। তার ভাস্কর্য অরক্ষিত থাকতে পারে না।

সূত্র, DBC বাংলা