Type to search

পেঁয়াজ বীজের সংকটে দিশেহারা কৃষক

কৃষি

পেঁয়াজ বীজের সংকটে দিশেহারা কৃষক

ঝিনাইদহের শৈলকুপায় দেখা দিয়েছে পেঁয়াজ বীজের তীব্র সংকট।

দোকান ঘুরেও পাওয়া যাচ্ছে না কাঙ্খিত বীজ। আবার যা পাওয়া যাচ্ছে তার মানও খারাপ। এতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষি বিভাগ বলছে, পেঁয়াজের দাম বেশি পাওয়ায় কৃষকেরা বীজ তৈরি না করে সব বিক্রি করে দেয়ায় কারণেই এই সংকট। গত মৌসুমে যে বীজের দাম ছিলো ২ হাজার টাকা, এবার তা বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ হাজার টাকা। তাও আবার সময়মত পাওয়া যাচ্ছে না।

এদিকে, কিছু এলাকায় বেশি দাম দিয়ে কিনে আগাম বীজ বপন করলেও মান খারাপ হওয়ায় বীজতলায় কাঙ্খিত চারা গজাচ্ছে না। কৃষকরা বলছেন, বীজ কোম্পানিগুলো তাদের ইচ্ছেমত দাম রাখছে পেঁয়াজ বীজের। এবার জেলার শৈলকুপায় পেঁয়াজ চাষের লক্ষমাত্র্য ধরা হয়েছে ৬ হাজার ৭০৫ হেক্টর।

 

সূত্র, DBC বাংলা