Type to search

পুটু সোনা

সাহিত্য

পুটু সোনা

পুটু সোনা
বিলাল মাহিনী
পুটু সোনা বলল ডেকে
বাবাজি কোথা যাও?
সাথে আমায় নেবে কি না
ইক্ষুনি তা কও!
পেত্তেক দিন নেবে বলে
ফাঁকি দিয়ে পালাও,
আজ আমাক নিতেই হবে
নয় খাবো না পোলাও।
অফিসে আজ বিশেষ মিটিং
কালকে সাথে নেবো,
রাগ কোরো না পুটু সোনা
খেলনা কিনে দেবো।
চাই না কোনো খেলনা পুতুল
চাই না কভু তোমায়,
আম্মু দীদা দীদাই শুধু –
ভালোবাসে আমায়!
ঘুমে আমি থাকতে ভোরে
নিত্য চলে যাও,
রাত দুপুরে আসো যখন
শ্রান্ত হয়ে রও!
আদর তোমার চাই না
চাই না ভালোবাসা,
ছাগল ছানা কার্টুন দেখা
খুঁজি পাখির বাসা।
তোমার সুখের লাগি নিত্য
অর্থ কড়ি জমাই,
বললো বাবা দুখ্ করো না
তোকে ভালোবাসি সবাই।।