Type to search

নড়াইলে ৯৩ হাজার ৫শ’ জন শিশুকে ভিটামিন এ পাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে

নড়াইল

নড়াইলে ৯৩ হাজার ৫শ’ জন শিশুকে ভিটামিন এ পাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে

নড়াইল প্রতিনিধি
নড়াইলে জাতীয় ভিটামিন ’এ’পাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। নড়াইল
পৌরসভার আয়োজনে রোববার সকাল ৯টা ৪০ মিনিটে শহরের পৌর সান ফ্লাওয়ার
বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক
চৌধূরী।
এসময় সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা,
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: সুব্রত হালদার সহ সংশ্লিষ্টরা
উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম পলিন বলেন, নড়াইল জেলায় ৯৩ হাজার ৫শ’ জন
শিশুকে ভিটামিন এ পাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ০৬ থেকে ১১মাস
বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস
বয়সী শিশুদের ১টি করে লাল রঙের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ
জেলায় ০৬ থেকে ১১মাস বয়সী ১১হাজার ৬শ’২২ জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন
’এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৮১ হাজার ৮শ’৭৮ শিশুকে লাল
রঙ্গের ভিটামিন ’এ’ক্যাপসুল খাওয়ানো হবে।