Type to search

নড়াইলের কালিয়ায় ৩৫ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

নড়াইল

নড়াইলের কালিয়ায় ৩৫ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ৩৫দিন ধরে
নিখোঁজ রয়েছে নাইম শেখ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র। সম্ভাব্য সব জায়গায়
খোঁজ করে তার  কোন সন্ধান না পেয়ে তার পরিবার গত ১০ই জুন কালিয়া থানায়
একটি জিডি করেছে। নিখোঁজ নাইম  শেখ কালিয়া উপজেলার বাঁকা গ্রামের
নুরইসলাম শেখের বড় ছেলে। সে পার্শ্ববর্তী কালিয়া শামসুল উলুম খাদেমূল
ইসলাম কওমী মাদ্রাসার প্রথম জামাতের ছাত্র।
পরিবারের সাথে কথা বলে জানা যায়, কৃষিকাজ করা বাবার তিন ছেলের মধ্যে সবার
বড় নাইম। গত ৩ বছর আগে তাকে কালিয়া শামসুল উলুম খাদেমূল ইসলাম কওমী
মাদ্রাসায় (আবাসিক) ভর্তি করা হয়। পড়ালেখায় খুব মনযোগী ও বিনয়ী ছাত্র
হিসেবে তার সুনাম রয়েছে। তবে কয়েক মাস ধরে ছুটিতে বাড়ি আসলে মাদ্রাসায়
যেতে তার কিছুটা অনীহা ছিলো বলে জানায় তার পরিবার।
গত ১ জুন সকালে বাড়িতে আসে নাইম। পরের দিন (২জুন) সন্ধ্যার কিছু আগে
মাদ্রাসায় যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে একা  বের হয়ে যায়  সে। এর দুইদিন পর
(৪জুন) মাদ্রাসা থেকে ফোন করে জানতে চায় নাইম কেন মাদ্রাসায় আসছে না।
নাইমের পরিবারের সদস্যরা তখন মাদ্রাসায় ছুটে এসে জানতে পারে নাইম ২জুন
বাড়ি  থেকে বের হয়ে নাকি মাদ্রাসায় আসেনি। পরে মাদ্রাসার হুজুরসহ স্বজনরা
আস-পাশের এলাকায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি।
নিখোঁজ নাইমের মা নাছিমা বেগম বলেন, মাদ্রাসায় যাওয়ার জন্য ছেলেটি বাড়ি
থেকে একা বের হয়ে গেল। আর কোন খোঁজ পেলাম না। বেঁচে আছে,নাকি মারা গেছে
কিছুই জানিনা। পুলিশ, ডিবিসহ সংশ্লিষ্ট সবার কাছে একটাই চাওয়া,  যেন
তাদের সন্তানকে জীবিত উদ্ধার করে ফিরিয়ে  দেয়া হয়।
মাদ্রাসার মোহতামিম মুফতি শহীদুল ইসলাম বলেন, তাকে মাদ্রাসায় দেখতে না
পেয়ে তার পরিবারকে জানাই। তখন জানতে পারি  সে শুক্রবার বিকালে বাড়ি  থেকে
মাদ্রাসার উদ্দেশ্য আসছে। তবে সে মাদ্রাসায়  পৌঁছায়নি। নিখোঁজ নাইমকে
আমিসহ তার পরিবারের লোক খুঁজাখুঁজি করে এখনও পাইনি।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন,
পুলিশ বিষয়টি তদন্ত করেছে। নিখোঁজ মাদ্রাসা ছাত্র নাইমকে খুঁজে বের করার
সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।