Type to search

নাভারণ হাইওয়ে পুলিশের ৩দিনের আলটিমেটাম ৩৭ দিনেও শেষ হয়নি!

ঝিকরগাছা

নাভারণ হাইওয়ে পুলিশের ৩দিনের আলটিমেটাম ৩৭ দিনেও শেষ হয়নি!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছা উপজেলার অন্তগত ৭নং নাভারণ ইউনিয়নের নাভারণ হাইওয়ে পুলিশের দেওয়া ৩দিনের আলটিমেটাম ৩৭ দিনেও শেষ হয়নি! সম্প্রতি ১০ ফেব্রুয়ারী দুপুরে নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই সিদ্ধার্থ সাহা ঝিকরগাছা বাজারের উপর দিয়ে বহমান যশোর-বেনাপোল মহাসড়কের দু’পাশে অবৈধ্য ভাবে দখল করে ব্যবসা পরিচালনা করছেন তাদের কবল থেকে দখল মুক্ত করতে ও মহাসড়কে অবৈধ্য যানবহন চলাচল বন্ধের উপর মাইকিং ও নিজে উপস্থিত হয়ে ৩দিনের আলটিমেটাম দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় অদ্যবধি ৩৭দিন অতিবাহিত হওয়ার পরও আলটিমেটামের বাস্তবায়নের কার্মকান্ডে দেখা পাচ্ছে না এলাকার সচেতন মহল। নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই সিদ্ধার্থ সাহা বলেন, যশোর-বেনাপোল মহাসড়কের পাশে অনেক গরীব-খেটে খাওয়া মানুষ পেটের দায়ে জীবন-জিবিকা পরিচালনা করে কাচামাল, ফল সহ অন্যান্য জিনিষপত্র বিক্রয়ের মাধ্যমে। যার জন্য আমাদের পক্ষ হতে তাদেরকে সর্তক করে দেওয়া হচ্ছে। কিছু নিয়মতানটিক জটিলার কারণে এখন পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। আশাকরি ঈদের পরেই ব্যবস্থা গ্রহণ করা হবে।