Type to search

নওয়াপাড়া নদী বন্দর উন্নয়নে দেড় হাজার কোটি টাকার প্রস্তাবিত বরাদ্দ

অভয়নগর

নওয়াপাড়া নদী বন্দর উন্নয়নে দেড় হাজার কোটি টাকার প্রস্তাবিত বরাদ্দ

আগামীকাল বুধবার সমীক্ষা যাচাই করতে আসছেন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব
স্টাফ রিপোর্টার: নওয়াপাড়া নদী বন্দর উন্নয়নের জন্য ১ হাজার ৫শ কোটি টাকার বরাদ্দ হতে যাচ্ছে। প্রথমিক ভাবে এ প্রকল্পের সমীক্ষা যাচাইয়ের জন্য আজ বুধবার সংশ্লিষ্ট মন্ত্রনালয় থেকে যুগ্ম সচিবের নের্তৃত্বে একটি টিম নওয়াপাড়া নদী বন্দর পরিদর্শণে আসবেন। নওয়াপাড়া নদী বন্দরের উপপরিচালক শাহ আলম খান জানান, নওয়াপাড়া নদী বন্দর দেশের প্রথম শ্রেণির একটি গুরুত্বপূর্ণ বন্দর। এখান থেকে সরকারের অনেক রাজস্ব আয় হয়। বন্দরে মালা মাল উঠানামা করানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নাই। যে কারনে বন্দরের উন্নয়নের জন্য আমরা উপরি মহলে প্রস্তাব পাঠিয়েছি। আমাদের প্রস্তাবনা মোতাবেক ওপর থেকে পরির্দশনে আসবেন। জানা গেছে, উন্নয়ন প্রস্তাবনান মধ্যে রয়েছে গাইড ওয়াল নির্মণ, জাহাজ থকে মাল লোড আনলোড করে রাখার জন্য সেইট নির্মাণ, মালামাল পরিবহনের গাড়ি পার্কিং এর জন্য টারমিনাল নির্মাণ, অফিস ভবন ও ডরমেটরি নির্মাণ সহ নানা ধরনের অবকাঠামো উন্নয় এর আওয়াত্তায় থাকবে।