Type to search

নওয়াপাড়া প্রেসক্লাব নিয়ে আদালতের নিষেধাজ্ঞা

অভয়নগর

নওয়াপাড়া প্রেসক্লাব নিয়ে আদালতের নিষেধাজ্ঞা

শুনানী না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান স্থগীত থাকবে

মিঠুন দত্ত: যশোর অভয়নগরে নওয়াপাড়া প্রেসক্লাব ২০২২ নির্বাচনে নিষেধাজ্ঞা ও কারন দর্শানোর নোটিশ জারি করেছে আদালত। উক্ত নোটিশে ৭ দিনের মধ্যে বাদী পক্ষের অভিযোগের কারন দর্শাইতে বলা হয়েছে। উল্লেখ্য নওয়াপাড়া প্রেসক্লাবের প্রকৃত ও ত্যাগী সদস্যদের বাদ দিয়ে ক্লাবের গঠনতন্ত্র লংঘন করে ৬ জানুয়ারী ২০২২ নির্বাচন তফসিল ঘোষণা করলে, গত ১৫ ডিসেম্বর সাংবাদিক রিপানুর ইসলাম বাদি হয়ে নওয়াপাড়া প্রেসক্লাব ও দু’কর্মকর্তাকে বিবাদী করে বিজ্ঞ অভয়নগর সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন, যাহার মামলা নং-৬১৪/২১। গত ৪ জানুয়ারী মামালর শুনানী শেষে বিজ্ঞ আদালত নির্বাচন স্থগিত করেন এবং নোটিশ প্রাপ্তির ৭ কার্য দিবসের মধ্যে বাদী পক্ষের অভিযোগের কারন দর্শাইতে আদেশ দেন বিবাদী পক্ষকে। আদালতের রায়ে বলাহয় বাদী পক্ষের আবেদনের শুনানী না হওয়া পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান স্থগীত থাকবে।