Type to search

ঝিকরগাছায় ৮টি দলের মধ্যে চলছে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিকরগাছা

ঝিকরগাছায় ৮টি দলের মধ্যে চলছে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা ঐতিহ্যবাহী সরকারি এম.এল মডেল হাইস্কুলে জাগ্রত ঝিকরগাছা ট্রাস্টের আয়োজনে ও অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় চলছে অর্পণ-দর্পণ স্মৃতি আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৩। মিথ্যামুক্ত সমাজ গড়ি, শুদ্ধাচার অনুশীলন করি এই স্লোগান কে সামনে রেখে যশোর-২ আসনের ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার মোট ১২ টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অংশগ্রহণ করছে। রবিবার মাধ্যমিক স্কুল পর্যায়ে ৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দিনের প্রথম সেশানে ঝিকরগাছা বিএম হাই স্কুল ও চৌগাছা শাহাদাৎ পাইলট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে ও চৌগাছা ধূলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ঝিকরগাছা সরকারি এম.এল মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে জয়লাভ করে। দ্বিতীয় সেশানে চৌগাছা হাজী মর্ত্তজা আলী মাধ্যমিক বিদ্যালয় ঝিকরগাছা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে ও ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চৌগাছা পাতিবিলা হাজী শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে জয়লাভ করে। ঝিকরগাছা সরকারি এম.এল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদের সভাপতিত্বে প্রধান বিচারক ছিলেন কবি মামুন আজাদ। সহকারী বিচারক ছিলেন কবি আরশি গাইন, কবি শিরিন সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, ঝিকরগাছা প্রেসক্লাবের সদস্য মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, জাগ্রত ঝিকাগাছা ট্রাস্টের পরিচালক মাহবুব শাহরিয়ার হুসাইন, সহকারী পরিচালক রিয়াজ রায়হান জ্যোতি, সদস্য সচিব সজিব ইমাম বায়োজিদ, বিতর্ক সমন্বয়কারী তিন্নী সুলতানা প্রমুখ। উল্লেখ্য, আগামী বুধবার প্রতিযোগিতাটির সেমিফাইনাল এবং শনিবার ফাইনালের আয়োজন করা হয়ে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক।